ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

২৬ মামলা ও ৩ কোটি ২৭ লাখ টাকা অর্থদণ্ডের আসামি ইলিয়াস গ্রেপ্তার

আবুল ফয়েজ চৌধুরী, চট্টগ্রাম :

চট্টগ্রাম আদালতের ৩ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকা অর্থদণ্ড ও ৬ বছর ১০ মাস কারাদণ্ড নিয়ে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের মোহাম্মদ ইলিয়াছ (৪৮) নামের এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে জেল হাজতে পাটিয়েছে পুলিশ।

বুধবার(৬ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর বন্দর পোর্টকলোনীতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকার মো. মনিরুজ্জামানের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, গ্রেপ্তারকৃত ইলিয়াছের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৬টি মামলা রয়েছে। এসব মামলায় আদালত তাকে ৬ বছর ১০ মাস কারাদণ্ড এবং ৩ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকা অর্থদণ্ড করেন। কৌশলে দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলেন তিনি। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত বিরুদ্ধে কর্ণফুলী থানায় সাজা পরোয়ানা ৬টি, সিআর পরোয়ানা ১১টি, কোতোয়ালী থানায় সাজা পরোয়ানা ৪টি, চান্দগাঁও থানায় ১টি, পটিয়া থানায় সাজা পরোয়ানা ১টি, বায়েজিদ থানায় সিআর পরোয়ানা ২টি, চকবাজার থানায় সিআর পরোয়ানা ১টিসহ ২৬টি মামলা রয়েছে।