ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহেশখালীতে ইজিবাইকের ধাক্কায় কৃষকের মৃত্যু

আবুল কাসেম, মহেশখালী

মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বারিয়াছড়ি এলাকায় ইজিবাইকের ধাক্কায় এক কৃষকের মৃত্যু ঘটেছে।

জানা যায়, গত ১৫ আগষ্ট বারিয়াছড়ি বাজার এলাকায় ট্রাক্টরের ড্রাইভারের সাথে জমি চাষ দেওয়ার ব্যাপারে কথা বলার সময় উত্তর দিক থেকে আসা কাঠভর্তি একটি ইজিবাইকের ধাক্কায় মাটিতে উল্টে যায়। ফলে গাড়িতে থাকা কাঠের নিচে চাপা মাথা থেঁতলে যায়। আহতকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরদিন দশটায় মারা যান।

 

পরে এ বিষয়ে এলাকার মহিলা মেম্বার দিলুয়ারা দিলু ও ০ ৩নং ওয়ার্ডের মেম্বার সলিম উল্লাহ থানায় গিয়ে যোগাযোগ করলে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের নিকট লাশ হস্তান্তর করে।

 

মামালার বিষয়ে জানতে চাইলে পরিবারের লোকজন জানায়, ঘাতক টমটমের ড্রাইভারের বাড়ী একই ইউনিয়নের জেএমঘাট নতুন পাড়া এবং অত্যন্ত দরিদ্র পরিবারের। তাই তারা মামলা করতে চাচ্ছেন না।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, টমটমটিতে লম্বা গাছ বহন করা হয়েছিল এবং লাইট, হর্ণ কিছুই ছিলোনা।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪