ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সড়কে প্রাণ গেল বিজিবি সদস্যের

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কেএম ওয়াহিদুল ইসলাম (৬১) নামের অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়াহিদুল ইসলাম নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম এলাকার মৃত হাজী মহাসীন উদ্দীন খানের ছেলে।

একদফার দাবিতে ঢাকার রাজপথে বিএনপির পদযাত্রা #CNNBANGLA24

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খান মো. শরিফুল ইসলাম বলেন, নিহত অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ওয়াহিদুল ইসলাম ঢাকা থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪