ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে অসুস্থ ও দু:স্থ সাংবাদিকদের মাঝে চেক হস্তান্তর

আলমগীর হোসেন, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’র অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে ৪ জন অসুস্থ, দুস্থ সাংবাদিকের মাঝে ৩ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান ও খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক এইচ এম প্রফুল্ল বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দেশের সাংবাদিকদের কল্যাণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর অবদান অনস্বীকার্য।

পরে ৪ জন অসুস্থ ও দুস্থ সাংবাদিকের মাঝে ৩ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪