ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় শোক দিবসে চট্টগ্রামের দক্ষিণ হালিশহরে চাল বিতরণ কর্মসূচি পালিত

হোসেন বাবলা, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা এবং চাল বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড থানা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক হাজী মোঃ হারুনুর রশিদ।

থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান নাসির উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সা: সম্পাদক মোঃ সেলিম আফজল, ৩৯ নং ওয়ার্ড আঃলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ আসলাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর, সিডিএ বোর্ড সদস্য হাজী মোঃ জিয়াউল হক সুমন।

 

সি ইউনিট আঃ লীগের সাবেক সভাপতি হাজী মো: আব্দুর রবের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন ইপিজেড থানা আ:লীগের সহ-সভাপতি, মুক্তিযোদ্ধা এটিএম জুবায়ের, মো: সেলিম রেজা, মোঃ লোকমান হাকিম, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ হারুনুর রশিদ হারুন, সি ইউনিট আঃ লীগের সাঃ সম্পাদক ইফতেখার আলম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, আওয়ামী লীগনেতা হাজী মোঃ আক্কাস সওঃ, মোঃ ইলিয়াস, ডাক্তার ফসিউল আলম, আক্তার হামিদ, যুবলীগের মোঃ হারুন উর রশিদ, মোঃ জামাল উদ্দিন, মাসুদ হোসেন, মোঃ শেখ রাসেল, ইউনুস মিয়া, আনোয়ার হোসেন, বি ইউনিট আঃ লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাবুল, ডাক্তার মোহাম্মদ হোসেন, জাহিদ হোসেন খোকন, মোহাম্মদ আইয়ুব, ছাত্রলীগের ইয়াছিন আরাফাত, ইকবাল হোসেন নয়ন, জোবায়ের খলিল দীপু, মনির হোসেন , শাহাদাত হোসেন বুলু, দিদারুলসহ থানা, ওয়ার্ড , ইউনিট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে কর্মসূচীতে প্রায় সাড়ে ৫শ অসহায়, দু:স্থ মানুষের মাঝে চাল বিতরণ করা হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪