ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তফশীল ঘোষণায় চট্টগ্রামে মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের আনন্দ মিছিল

হোসেন বাবলা, চট্টগ্রাম :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এর তফশীল ঘোষণা করায় প্রধান নির্বাচন কমিশনারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ১৫ নভেম্বর, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম নগরীর দারুল ফজল মার্কেটের সামনে থেকে নিউমার্কেট পর্যন্ত যৌথভাবে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটি।

এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিল ও আলোচনা সভায় অংশ নেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর উদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ছালামত উল্লাহ, কোতোয়ালী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৌরিন্দ্রনাথ সেন, চান্দগাঁও কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ কুতুব উদ্দিন, বাকলিয়া কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী হোসেন, পাঁচলাইশ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহমদ মিয়া, খুলশী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ, আকবর শাহ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সেলিম উল্লাহ, পাহাড়তলী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী জাফর আহমদ, হালিশহর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ, বন্দর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম জতু, পতেঙ্গা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাগির হোসেন, সদরঘাট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, ডবলমুরিং সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, জেলা সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ময়নূল হোসেন, আবদুল মাবুদ, এয়ার মোহাম্মদ সিদ্দিকী, সৈয়দ আহমদ, শহীদুল ইসলাম দুলু, সাহাব উদ্দিন মজুমদার, আবদুস সবুর, প্রশান্ত সিংহ, প্রনাল চৌধুরী, সুবেদার (অব.) আবদুল হান্নান, দেবপ্রসাদ দেবু, সিইউজে সদস্য রনজিত কুমার শীল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক সাহেদ মুরাদ সাকু, সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজীশ ইমরান, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সজীব, যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, সদস্য জয়নুদ্দিন জয়, খাজা মঈনুদ্দিন, মোঃ রায়হান, কায়সার চৌধুরী, মাসুদ করিম, মোঃ আবসার, মোঃ রাজু, এহতেশামুল হক, ইশতিয়াক রুমি, আমিনুল ইসলাম আজাদ, বাদশা মিয়া, মোঃ ইদ্রিছ, মজিবুর রহমান প্রমূখ।