ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে দুই যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি

নাইক্ষ্যংছড়ি থেকে দুই যুবককে রোহিঙ্গারা কৌশলে অপহরণ করে নিয়ে অজ্ঞাত স্থান থেকে মুঠোফোনে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে।

অপহৃত দুই যুবক নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউপির আদর্শ গ্রামের মোঃ ইসলামের ছেলে মোবারক হোসেন (১৮) ও আব্দুর রহমানের ছেলে নেজাম উদ্দিন (১৯)।

এ বিষয়ে শুক্রবার (১২ আগষ্ট) সকালে আবদুর রহিম বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন (নম্বর-৩৮৪)।আবদুর রহিম বলেন, তার ভাই নেজাম উদ্দিন গত ৪ আগষ্ট সকাল ১০ টা থেকে নিখোঁজ হয়েছে।

 

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ টান্টু সাহা এ প্রতিবেদকের কাছে সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং উদ্ধারের তৎপরতা চালাচ্ছে বলে জানান।

 

এদিকে অপহরণ হওয়া নিজামুদ্দিনের পিতা আবদুর রহমান বলেন, তিনি পুত্রকে হারিয়ে দিশেহারা। অপহরণকারীরা তার কাছ থেকে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করেছে। বিকাশ নাম্বারও দিয়েছে। টাকা না দিলে নিজামুদ্দিনের বড় ধরণের ক্ষতি করবে বলেও হুমকি দিচ্ছে তারা।

 

তিনি আরো জানান, অপহরণকারীরা গত ২ আগষ্ট রোহিঙ্গা ক্যাম্পের লম্বাশিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে নাইক্ষ্যংছড়ি আসেন। এখানে ২ দিন ঘুরাঘুরি করে রাত যাপন করে আদর্শগ্রামের মনোয়ারা বেগম নামের এক নারীর বাড়িতে অবস্থান নেন।

 

মনোয়ারা বেগম তাদের ১ জনকে নিজের খালাতো ভাই পরিচয় দিয়ে আসছিলো লোকজনের কাছে। ওই খালাতো ভাইয়ের নাম মোহাম্মদ হানিফ।

 

কান্নাজড়িত কন্ঠে আবদুর রহমান এ প্রতিবেদককে বলেন, তার ছেলের মোবাইল বন্ধ পাওয়ায় গত ৭ আগষ্ট দুপুরের দিকে জানতে পারেন তার ছেলে অপহরণ হয়েছে। আর তাকে ছাড়িয়ে আনতে ৩ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। তাকে রোহিঙ্গা ক্যাম্পে আটকে রাখা হয়েছে বলেও জানান অপহরণকারীরা।

 

নেজামুদ্দিনে পরিবার তাকে ছাড়িয়ে আনতে অনেক চেষ্টা তদবির করে পারেনি।পরে থানায় গিয়ে শুক্রবার ( ১১ আগষ্ট) সকালে সাধারণ ডায়েরি করেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪