ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বাস্থ্য পরীক্ষা শেষে রওশন এরশাদ মঙ্গলবার দেশে ফিরছেন

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ

স্বাস্থ্য পরীক্ষা শেষে মঙ্গলবার (৮ আগস্ট) দেশে ফিরছেন বিরোধীদলের নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোশক রওশন এরশাদ।

 

সোমবার (৭ আগস্ট) দলের পক্ষ থেকে জানানো হয়েছে, থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ বিমানযোগে থাইল্যান্ড থেকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

 

বিরোধীদলীয় নেতার ছেলে রাহ্গীর আল মাহি (সাদ) এরশাদ এমপি ও পুত্রবধূ মাহিমা সাদ এবং বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশীদ রওশনের সঙ্গে রয়েছেন।

 

গত ১০ জুন স্বাস্থ্য পরীক্ষা করাতে থাইল্যান্ডে যান জাপা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এরশাদের স্ত্রী রওশন। প্রায় দুই মাস পর তিনি দেশে ফিরছেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪