ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারের সকল পূজামন্ডপ সিসি ক্যামেরার আওতায়

নুর মোহাম্মদ, ককসবাজার :

 

কক্সবাজারে সনাতনী সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই বৈঠকে আলোচনা করেন রামু থানার ওসি (তদন্ত) নাজমুল হুদা ও এসআই আবদুচ সামাদ আজাদ।

 

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের সদস্যদের মধ্যে আলোচনা করেন ১নং ওয়ার্ডের সদস্য আবুল কালাম, ২নং ওয়ার্ডের সদস্য আলহাজ্ব আজিজুল হক দুদুমিয়া, ৩নং ওয়ার্ডের সদস্য আমির হামজা কোম্পানি, ৪নং ওয়ার্ডের সদস্য আবুল কালাম, ৫নং ওয়ার্ডের সদস্য রাজা মিয়া, ৬নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ খলিল, ৭নং ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান, ৮নং ওয়ার্ডের সদস্য জাফর আলম, ৯নং ওয়ার্ডের সদস্য ছৈয়দ আলম।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের সচিব আবদুল হক। এসময় দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৪টি পূজামন্ডপ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও গ্রাম পুলিশসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন ওই সভায় অংশ গ্রহণ করেন। সভায় পৃথকভাবে পূজামন্ডপ পরিচালনায় কমিটি গঠন করা হয়।

 

রামু থানার ওসি (তদন্ত) নাজমুল হুদা আলোচনা সভায় জানান, প্রতিটি পূজামন্ডপ সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণ করা হবে। পূজা চলাকালীন সময়ে পুলিশের টহল দল প্রতিটি মন্ডপ পরিদর্শন করবে। তিনি আরো জানান, নির্বাচনকে সামনে রেখে কিছু কুচক্রী মহল পরিস্থিতি অস্বভাবিক করতে পারে। দুষ্টু লোকের গতিবিধি লক্ষ্য করে তালিকা দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা জানান, প্রতিটি পূজামন্ডপে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ইউনিয়ন পরিষদের ২জন ইউপি সদস্য, ২জন গ্রাম পুলিশ ও পূজামন্ডপ পরিচালনা কমিটির সভাপতি, সম্পাদকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন দায়িত্ব পালন করবেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪