ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পেকুয়ায় বিশ্ব বন্যপ্রাণী দিবসে মানববন্ধন ও সমাবেশ

দেলওয়ার হোসাইন, পেকুয়া :

‘পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণীকূল বাঁচাই’ এই প্রতিপাদ্যে কক্সবাজারের পেকুয়াসহ সারা দেশব্যাপি পালিত হয়েছে বিশ্ব বন্যপ্রাণী দিবস।

পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠন ধরত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও সেইভ ন্যাচার সেইভ লাইফ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে মানববন্ধন ও গণ সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়।

৩ মার্চ, রোববার বিকেল ৩টায় পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন ও গণ সচেতনতা সমাবেশে প্রধান বক্তৃতার বক্তব্য রাখেন- পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম।

বক্তব্যো রাখেন,পরিবেশ কর্মী ও গবেষক সি, আর,এম হাসমত আলী, ওয়াটার কিপার্স বাংলাদেশ এর পেকুয়া প্রতিনিধি পরিবেশ কর্মী, দেলওয়ার হোসাইন, মাস্টার নুরুল হোসেন,নারী নেত্রী শারমিন সুলতানা।

বক্তৃতা বলেন,মানুষের যে-ভাবে বাঁচার অধিকার রয়েছে ঠিক একই ভাবে বন্যপ্রাণীদের বাঁচার অধিকার রয়েছে, উন্নয়নের নামে দিন দিন যেভাবে বনাঞ্চল উজাড় করে বন্যপ্রাণীর অভয়ারণ্য ধ্বংস করা হচ্ছে আগামীতে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বক্তারা বিশ্ব বন্যপ্রাণী দিবসে বন্যপ্রাণী-অধিকার সমুন্নত করার দাবী জানান।

এ সময় নারী নেত্রী নুরুন নাহার নুরী,শ্রমিক নেতা মোহাম্মদ হোসেন,সংবাদ কর্মী, তৌহিদুল ইসলামসহ স্থানী নারী পুরুষ ও পেকুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট