ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মানিকছড়িতে বিশেষ অভিযানে মদ ও গাঁজাসহ আটক ৪

আলমগীর হোসেন, খাগড়াছড়ি

খাগড়াছড়ির মানিকছড়ি থানার বিশেষ অভিযানে ৬ আগষ্ট রাতে গাড়িটানা বাজার চেকপোষ্টে অভিযান পরিচালনা করে মো: পারভেজ (২৭) ও মো: সাইফুল ইসলাম (২১)কে ৫৬ লিটার চোলাইমদসহ আটক করা হয়। তাদের সঙ্গে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা (চট্টগ্রাম থ- ১১-৬১৬৮) জব্দ করা হয়।

 

অন্যদিকে রাত বারোটার দিকে মানিকছড়ি থানাধীন গাড়িটানা বাজার থেকে ২ কেজি গাঁজাসহ মো: নুরুল ইসলাম(১৮) ও মো: রুবেল(২৩) কে আটক করা হয়।

 

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনছারুল করিম বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক যথাসময়ে আদালতে সোপর্দ করা হবে। মানিকছড়ি থানা এরিয়ায় মাদক নির্মুলে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

 

এইচ এম কাদের, সিএনএন বাংলা২৪