ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের হাটহাজারীতে এক সন্তানের জননী ফাহমিদা আকতার তারিন (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নুর আলী মিয়ারহাট এলাকার লাতু চৌধুরীর বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

গৃহবধূর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মো. জসিম উদ্দিন। নিহত তারিন ওই বাড়ির শফিউল আলম চৌধুরীর পুত্র আরকাদুল আলম চৌধুরী রুবেলের স্ত্রী এবং নাজিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ড খাস মোহাম্মদ তালুকদার বাড়ির হাজী জাহাঙ্গীর আলমের কন্যা। বিগত ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের পর সামাজিকভাবে রুবেলের সঙ্গে তারিনের বিয়ে হয়েছিল। তাদের দাম্পত্য জীবনে আফরা চৌধুরী নামে একটি তিন বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে।

এদিকে খবর পেয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমেদ খান ও হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর আগে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তারিনের শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে।

পুলিশ ধারণা করছে, নিহত তারিন শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে। কিন্তু নিহতের ছোট ভাই শাহেদ আলম তালুকদারের দাবি বিয়ের পর থেকেই তার বড় বোনকে শারীরিক ও মানসিক নির্যাতন করত স্বামী এবং তার পরিবার। তবে সে (তারিন) তার নির্যাতনের কথা কখনো আমাদের বুঝতে দিত না। তার শ্বশুরবাড়ির লোকজন তাকে নির্যাতন করে হত্যার পর ঝুলিয়ে দিয়েছে।

তবে নিহতের স্বামী আরকাদুল আলম চৌধুরী রুবেল বলেন, তার সঙ্গে কোনো শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা ঘটেনি। মেয়ের কাঁথা শুকাতে দেওয়া নিয়ে তুচ্ছ ঘটনার রেশ ধরে সে আমাদের শয়নকক্ষে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

হাটহাজারী মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান মোবাইল ফোনে জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে নিহত তারিন আত্মহত্যা করেছে বলে ধারণা করছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: