ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারের ঈদগড়ে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

সেলিম উদ্দীন, ঈদগাঁও :

 

কক্সবাজারের পাহাড়ি জনপদ ঈদগড়ে বন্যহাতির আক্রমণে আকবর হোসেন (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকার মৃত হাজী আমির হামজার ছেলে।

 

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে ইউনিয়নের চরপাড়া-চক্করতি এলাকায় এ ঘটনা ঘটে।

 

প্রাপ্ত তথ্যে জানা গেছে, ঈদগড় চরপাড়া এলাকার অদূরে চক্করতী এলাকায় এদিন বিকাল ৪ টার দিকে নিজ ধানক্ষেত দেখতে গেলে আকস্মিকভাবে বন্য হাতির আক্রমণের শিকার হয় আকবর। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে রামু উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্রো মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনিক প্রক্রিয়া শেষে আকবরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।