ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পরানগঞ্জের ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক.

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা পিপিএম এর তত্বাবধানে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম বার এর নির্দেশে প্রতিদিন নিয়মিত অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (১৫ জুন ২০২৩) তারিখ সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানার অধীনস্থ ০২নং পুলিশ ফাড়ির এসআই (নিঃ) শামছুজ্জামান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ০৫নং সিরতা ইউপিস্থ তেপান্তর সাকিনস্থ জনৈক হেলাল এর ফিসারীর সামনে পাকা রাস্তার উপর হতে ০৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

তারা হলোঃ ১। মফিজুল (৫০), পিতা-ওসমান আলী, মাতা-মোছাঃ আমেনা খাতুন, ২। মোঃ রাকিবুল হাসান রনি(২৮), পিতা-মোঃ বিল্লাল হোসেন, মাতামৃতঃ সুরজাহান, উভয় সাং মীরকান্দা পাড়া, ৩। আবুল বাশার (৩৫), পিতা-আইয়ুব আলী, মাতা-মোছাঃ মনোয়ারা বেগম, সাং-চর বওলা, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।

 

এ সময় আসামীদের নিকট হতে সর্বমোট (০২+০২+০২)=০৬ (ছয়) গ্রাম হেরোইন যাহা পৃথক পৃথক ভাবে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় এবং উপরোক্ত ০২নং আসামীর নিকট হতে মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি নম্বর বিহীন মোটরসাইকেল লাল-কালো রংয়ের TVS METRO-100CC, চেসিস নং- D625MF53J1D04659, ইঞ্জিন নং- CF5DJ1X00345 উদ্ধার করা হয়। আজ শুক্রবার তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: