ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাষ্টার মোঃ রমজান আলীর মৃত্যুতে বালিকা মাদরাসায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

সেলিম উদ্দীন, ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী আল ফরমুজ লেচুমা করিম বালিকা দাখিল মাদরাসার অফিস সহকারী মাষ্টার মোঃ রমজান আলীর
মৃত‍্যুতে গভীর শোক প্রকাশ করে স্মরণ সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।

রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে মরহুমের কর্মস্থল আল ফরমুজ লেচুমা করিম বালিকা দাখিল মাদরাসা মিলনায়তনে উক্ত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদরাসার সিনিয়র শিক্ষক রেজাউল করিম রেজুর পরিচালনায়, সুপার মাওঃ আবদু শুক্কুর হেলালীর সভাপতিত্বে শোক সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক বাহাদুর হক।

এসময় অনন্যদের মধ্যে সহ সুপার মাওঃ মাহবু্ুবুর রহমান, মাওঃ জহিরুল ইসলাম ও সোলতান আহমদ বক্তব্য রাখেন।

এছাড়াও শিক্ষকদের মধ্যে মোস্তাক আহমদ,আয়েশা বেগম, শাহাব উদ্দীন আরমান, হোসনে মোবারক রোজী, মোঃ ফারুখ হোসেন, উত্তম কুমার অধিকারী, ফজলুল করিম, টিপু সোলতান ও হালিমা খানম প্রমুখসহ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

শোক সভায় বক্তারা বলেন, শিক্ষক রমজান আলী ছিলেন একজন মানব প্রেমিক। আজ শিক্ষক শিক্ষার্থী ও খুটাখালীবাসী তাকে হারিয়ে গভীর শোকাহত। বক্তারা বলেন, আজ এই স্মরণ সভায় তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে, পরিবারের সকলের জন্য নেক হায়াত কামনা করছি। আল্লাহ্ যেন তাকে বেহেশত নসীব করেন এমনটাই দোয়া করছি।

উল্লেখ্য যে, ২০ এপ্রিল মসজিদে নামাজরত অবস্থায় শিক্ষক মোঃ রমজান আলীর (৫০) মৃত্যু হয়েছে। শনিবার চকরিয়া উপজেলার খুটাখালী কেন্দ্রীয় জামে মসজিদে এশার নামাজের জামাত চলা অবস্থায় এ ঘটনা ঘটে।

মোঃ রমজান আলী খুটাখালী আল ফরমুজ লেচুমা করিম বালিকা দাখিল মাদরাসার শিক্ষক (অফিস সহকারী) এবং ইউনিয়নের দক্ষিণ মেদাকচ্ছপিয়া গ্রামের মীর আহমদের পুত্র। তিনি ২ কন্যা, ২ পুত্র সন্তানের জনক।

রবিবার বাদে আছর মেদাকচ্ছপিয়া অঙ্গীকার ফুটবল খেলার মাঠে তাঁর নামাজে জানাযা শেষে কবরস্থান মসজিদ সংলগ্ন গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
দোয়া ও স্মরণ সভায় শিক্ষক মরহুম মোঃ রমজান আলীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করেন মাওঃ ছৈয়দ আলম।