ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহিউদ্দিন বাচ্চু,র সমর্থনে ফইল্যাতলী বাজারে মহানগর শ্রমিক লীগের ব্যাপক গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু’র সমর্থনে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবু’র নেতৃত্বে ফইল্যাতলী বাজার, হালিশহর এ- ব্লক আল- আরাফাত বেকারী সহ আশ-পাশের এলাকায় প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে গণসংযোগ করে উন্নয়ন, সমৃদ্ধি ও স্মার্ট বাংলাদেশ নির্মাণের প্রতিক নৌকায় ভোট দানের আহবান জানিয়ে ফইল্যাতলী বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন এবং আগামী ৩০ জুলাই নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের উন্নয়ন,অগ্রগতি কে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

 

এসময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবু, শ্রমিক লীগনেতা সাবের আহমদ,মিজানুর রহমান সবুজ,মাহবুবুর রহমান লিংকন, রাজেশ বড়ুয়া, নাসির উদ্দিন, সাইফুদ্দিন মানিক,আলী হোসেন,মোঃ জয়নাল প্রমূখ।