ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১২

আবদুল ওয়াহাব, লোহাগাড়া, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে লোহাগাড়া উপজেলার ঠাকুরদীঘি বাজারে এই দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা পূরবী পরিবহন লেন ক্রস করে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনকে সামনে থেকে সজোরে ধাক্কা দিলে মুহূর্তে দুটি বাস দুমড়ে মুচড়ে যায়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

দোহাজারী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হোসেন বলেন, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪