ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মেঘনায় ডুবল কয়লাবাহী জাহাজ

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর :

 

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ‘এমবি আল নাহিয়ান’ নামের একটি কয়লাবাহী জাহাজ ডুবে গেছে। তবে জাহাজের নাবিক-শ্রমিকসহ ১২ জন অন্য একটি জাহাজের করে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন।

 

সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় রামগতির বড়খেরী নৌ পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মো. ফেরদৌস আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি ঢাকা পোস্টকে বলেন, জাহাজটি কয়লাবাহী ছিল। আজ সকালে চট্টগ্রাম থেকে দাউদকান্দির উদ্দেশ্যে জাহাজটি ছেড়ে আসে। পরে সকাল ১০টার দিকে মৌলভির চর এলাকায় পৌঁছালে জাহাজের তলা ফেটে যায়। এতে পানি ঢুকে জাহাজের বেশির ভাগ অংশ নদীতে ডুবে যায়। পরে একই কোম্পানির অন্য একটি জাহাজ এসে নাবিক এবং শ্রমিকদেরকে উদ্ধার করে নিয়ে যায়।

 

এ ঘটনায় জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাই জাহাজটিতে কী পরিমাণ কয়লা ছিল তা জানা যায়নি।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪