ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম রাইফেলস ক্লাবে শনিবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্হাপনায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পৃষ্ঠপোষকতায় ৩৯ তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপের উদ্বোধন‌ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার।

উদ্বোধক ছিলেন- চট্টগ্রামের সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

সভাপতিত্ব করেন সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

 

জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও টেবিল টেনিস প্রতিযোগিতার আহ্বায়ক মোঃ হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোঃ জাহাঙ্গীর, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, নির্বাহী সদস্য আবুল হাশেম চৌধুরী, আবুল বাশার, জেলা ক্রীড়া অফিসার মোঃ হারুন উর রশীদ, সদস্য মোঃ জসীম উদ্দিন, প্রবীণ কুমার ঘোষ, মহিউদ্দিন হাসান জাহিদ, শেখ নাসির মিয়া প্রমুখ।

 

এবারের আসরে ৩টি সার্ভিস টিম, ১টি বিশ্ব বিদ্যালয়সহ মোট ‌৩৭টি দল অংশগ্রহণ করছে। আগামী ২৯ জুলাই পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪