ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নেত্রকোনা জেলা পুলিশ অফিস ও দুর্গাপুর সদর সার্কেল অফিস পরিদর্শনে ডিআইজি

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহঃ

রোববার, ১৬ জুলাই দেবদাস ভট্টাচার্য‍্য বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ নেত্রকোনা জেলা পুলিশ অফিস ও দুর্গাপুর সদর সার্কেল অফিস পরিদর্শন করেছেন।

ডিআইজি পুলিশ অফিসে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান নেত্রকোনা জেলার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ।

 

পরিদর্শনের শুরুতে নেত্রকোনা জেলা পুলিশ অফিসের একটি সুসজ্জিত চৌকস দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর ডিআইজি সকল দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

এছাড়াও নেত্রকোণা সদরের মগরা ব্রিজ সংলগ্ন জেলা ট্রাফিক পুলিশের জন্য কনস্টেবল শিপন মিয়া ট্রাফিক বক্স ও পুলিশ লাইন্স নেত্রকোনায় পুলিশ সদস্যদের জন্য ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন করেন ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪