ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

লোহাগাড়া ইউপি চেয়ারম্যান সমিতির নেতৃত্বে বিজয়-হারুন

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সমিতি গঠন করা হয়েছে। এতে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়াকে সভাপতি ও পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুণ অর রশিদ সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার একটি রেস্টুরেন্টে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরীকে উপদেষ্টা ও পুটিবিলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিককে সহ-সভাপতি করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, চুনতির চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, কলাউজানের চেয়ারম্যান এম আবদুল ওয়াহেদ, আধুনগরের চেয়ারম্যান নাজিম উদ্দিন, আমিরাবাদের চেয়ারম্যান এস এম ইউনুস, চরম্বার চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন।

লোহাগাড়া ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সিএনএন বাংলা২৪কে জানান, স্থানীয় সরকারকে শক্তিশালী ও জনপ্রতিনিধিদের স্বার্থ রক্ষায় চেয়ারম্যান সমিতি কাজ করে যাবে। পরবর্তীতে আলোচনা করে কমিটির গুরুত্বপূর্ণ পদ পূরণ করা হবে।

সংগঠনকে শক্তিশালী ও কার্যকর করার জন্য নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

 

 

এইচ এম কাদের, সিএনএন বাংলা২৪