ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে লিগ্যাল এইডের স্মরণিকা ‘কর্ণফুলী’র মোড়ক উন্মোচন

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা ও লিগ্যাল এইড কমিটি কর্তৃক প্রকাশিত স্মরণিকা ‘কর্ণফুলী’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান ২১ নভেম্বর জেলা জজ আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সিএমপি পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় প্রধান অতিথি ছিলেন।

 

জেলা লিগ্যাল এইড কমিটি, চট্টগ্রাম এর মাসিক সভা এবং লিগ্যাল এইড কমিটি, চট্টগ্রাম কর্তৃক প্রকাশিত স্মরণিকা ‘কর্ণফুলী’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।

 

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম ড. আজিজ আহমদ ভূঞা। এছাড়া উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি এবং লিগ্যাল এইড কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।