ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁশখালীর বিএনপিনেতা লেয়াকতের বাড়ি থেকে ১০ অস্ত্রসহ ৭২ রাউন্ড গুলি উদ্ধার

রিপোর্ট: শিব্বির আহমদ রানা, বাঁশখালী

 

বহুল আলোচিত বিএনপিনেতা ও বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়ন পরিষদের বহিস্কৃত চেয়ারম্যান লেয়াকত আলীকে বুধবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

 

তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, পুলিশের উপর হামলা, দস্যুতা, ভয়ভীতি প্রদর্শন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডসহ নানা অভিযোগে ২১টিরও বেশি মামলা রয়েছে।

 

পরদিন বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় গন্ডামারা ইউনিয়নের খাসপাড়ায় তার নিজ বসতঘরে ব্যাপক তল্লাশী চালিয়ে ২টি বিদেশী পিস্তল, ৫টি দেশীয় তৈরি এলজি, ২টি একনলা বন্দুক, ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক, বিভিন্ন আগ্নেয়াস্ত্রের ৭২ রাউন্ড গুলি, ২৬টি কাতুর্জ, ৫টি চাইনিজ কুড়াল, ১টি কিরিচ, ৬টি কাঠের বাটযুক্ত ধারালো রাম দা এবং ৪০টি বিভিন্ন সাইজের লাঠি উদ্ধার করা হয়।

 

শুক্রবার দুপুরে বাঁশখালী থানার হলরুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ ও বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদ।