নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে মোঃ হেলাল উদ্দিন নামের একজন মাদক কারবারীকে ২৩ হাজার ৬শ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে র্যাব-১৫। র্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে বুধবার (১৯ জুলাই) এ তথ্য জানা গেছে।
র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ জুলাই) হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার সাতঘড়িয়া পাড়ায় অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানের টের পেয়ে পালানোর সময় মোঃ হেলাল উদ্দিনকে (২৮) গ্রেফতার করে। আটককৃত ব্যক্তি টেকনাফ উপজেলার জীমংখালী এলাকার মৃত আবুল মঞ্জুর এর পুত্র।
জিজ্ঞাসাবাদে তার বসত ঘরে রক্ষিত চালের বস্তার ভিতর ইয়াবা ট্যাবলেট মজুদ রয়েছে জানায়। পরবর্তীতে আটককৃত ব্যক্তির বসতঘর তল্লাশী করে ২৩ হাজার ৬শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের পূর্বেই একজন মাদক ব্যবসায়ী দ্রুত পালিয়ে যায়। তিনিসহ পলাতক ব্যক্তি দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িত।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪