ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রামুতে শোক দিবসের আলোচনা সভা ও ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ

শওকত আলম

জাতীয় শোক দিবস উপলক্ষে রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত
আলোচনা সভা ও দুআ মাহফিল এবং ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান রামু উপজেলা পরিষদের মাঠে মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।

রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তপন মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুবক্কর ছিদ্দিকের সঞ্চালনায় রামু উপজেলার গরিব অসহায় ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদ্যসাবেক সদস্য সচিব ও কক্সবাজার সদর উপজেলার সভাপতি, স্পেশাল পিপি অ্যাডভোকেট একরামুল হুদা।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজিজুল ইসলাম আজিজসহ বিভিন্ন ইউনিয়নের নেতারা।

শেষে দুআ ও মোনাজাত পরিচালনা করেন রাজারকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা মাশেকুর রহমান।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪