ই-পেপার | শনিবার , ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্ত্রীকে নিয়ে উত্যক্তের প্রতিবাদ করায় স্বামীকে হত্যা

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় স্ত্রীকে নিয়ে উত্যক্তের প্রতিবাদ করায় আনোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৪ জুন) রাত সাড়ে বারোটার দিকে চাকরি উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরবেশকাটা স্টেশনে এই হত্যার ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই ওয়ার্ডের উত্তরপাড়ার আবু তাহের লেদুর পুত্র।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মাস ছয়েক পূর্বে নাসিরউদ্দিন নামের এক ব্যক্তি আনোয়ার হোসেনের স্ত্রীর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার জেরে হাতে কামড় দেয়। এ বিষয় নিয়ে স্থানীয় ইউপি সদস্য সুলতান মাহমুদ সালিশ বিচারের মাধ্যমে নাসিরউদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এই জরিমানার টাকাও পরিশোধ করেন নাসিরউদ্দিন।

 

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য মতে, শনিবার রাত সাড়ে বারোটার দিকে কয়েকজন যুবক দোকানের সামনে বসে আড্ডা দিচ্ছিলো। ওই সময় আয়াছউদ্দিন নামের একজন আনোয়ার হোসেনকে ‘এক কামড়ে ১০ হাজার টাকা’ উস্কানিমূলক কথা বলতে থাকে। আনোয়ার হোসেন এর প্রতিবাদ করেন। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আয়াছ দৌড়ে গিয়ে কামারের দোকান থেকে চাকু এনে আনোয়ারকে উপুর্যুপরি ছুরিকাঘাত করে। পরে লোকজন আনোয়ারকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ার হোসেনের স্ত্রী ইয়াসমিন আক্তার বলেন, ‘অনেক আগে আমার হাতে কামড় দেয়ার বিচারের বিষয় নিয়ে অপমানমূলক কথার প্রতিবাদ করায় আমার স্বামীকে হত্যা করেছে আয়াজ’।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল জব্বার সাংবাদিকদের বলেন- ‘নিহত আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে’।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪