ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়ার মরিচ্যায় ৪০ হাজার ইয়াবাসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক :

উখিয়া উপজেলার মরিচ্যা হতে ৪০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারীকে র‌্যাব -১৫ গ্রেফতার করেছে। বুধবার (৫জুলাই) কক্সবাজার ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

 

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাবের আভিযানিক দল হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের পাগলির বিল মরিচ্যা বাজার এলাকা হতে অংনইচৌ মার্মা (২০) নামের এক মাদক কারবারীকে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক করে। সে বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের লামাপাড়া এলাকার উক্যাচিং মার্মার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব -১৫ এর সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

এক পর্যায়ে র‌্যাবে উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে অংনইচৌ মার্মা (২০) গ্রেফতার করে। পরে তার দেহে রক্ষিত প্লাস্টকের ব্যাগ তল্লাশী করে সাক্ষীদের উপস্থিতিতে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪