ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্রগ্রামে ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনের লক্ষ্যে মতনিবিময় সভা

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মতনিবিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।মঙ্গলবার(১৯সেপ্টেম্বর) দামপাড়া পুলিশ লাইন সিএমপির সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন, সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়। এসময় তিনি পবিত্র মিলাদুন্নবী (স:) উদযাপন শান্তিপূর্ণ ও নিরাপদ করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব আব্দুল মান্নান মিয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশসহ পুলিশের অন্যান্য ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ ও পবিত্র মিলাদুন্নবী (স) উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪