ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে হিন্দু যুবকের ইসলামধর্ম গ্রহণ

আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক সনাতনী যুবক। বিভিন্ন ইসলামী বই-পুস্তক পড়ে, ইসলাম ধর্মের প্রবর্তক নবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবনী পড়ে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ধর্মান্তরিত হয়েছেন তিনি।

 

 

তার পূর্ব নাম ছিল উজ্জ্বল বিশ্বাস, বর্তমানে তার নাম মুহাম্মদ আবদুল্লাহ। সরকারি বিধি মোতাবেক হলফনামায় স্বাক্ষর করার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। ইসলামী বিধি মোতাবেক ধর্মান্তরিত হয়ে নাম রেখেছেন মুহাম্মদ আব্দুল্লাহ। হলফনামার তথ্য মোতাবেক, ‘মুহাম্মদ আব্দুল্লাহ’র গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব বৈলগাঁও, বানীগ্রাম ২নম্বর ওয়ার্ডের মতি মহাজনের বাড়ী। তাঁর বয়স একত্রিশ বছর।’ তিনি হলফনামায় আরো বলেন, ‘ছোটবেলা থেকে আমি এলাকার মুসলমান ভাই-বোনদের সাথে মিশতে শুরু করি, ক্রমে আমি তাহাদের জীবনধারা এবং তাহাদের ধর্ম ইসলাম সম্পর্কে জানতে শুরু করি।

আমি পবিত্র কোরআন শরীফের কিয়দাংশ অনুবাদ পড়েছি। আমি বাংলায় হাদিস শরীফ পড়েছি। ইসলাম ধর্মের প্রবর্তক নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী পড়েছি। আমি ইসলামের অন্তর্নিহিত মর্ম, সরলতা, নবীর ত্যাগে চরমভাবে মুগ্ধ হয়েছি। উপরোক্তকারণে আমি স্বেচ্ছায়, স্বজ্ঞানে পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করি। আমি ইসলামের পবিত্র কালেমা পাঠ করে বিগত একবছর পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করি। ইসলামী বিধি মোতাবেক আমার নাম ’উজ্জ্বল বিশ্বাস’ এর স্থলে ‘মুহাম্মদ আব্দুল্লাহ’ গ্রহণ করেছি। উল্লেখ্য, তিনি গতকাল রোববার (১৬ জুলাই ২৩ খ্রিঃ) সকাল ১০ টার সময় চট্টগ্রাম বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল হামিদ’র আদালতে হলফনামায় স্বাক্ষর করে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন। একইসঙ্গে তার পূর্বের নাম (উজ্জ্বল বিশ্বাস) পরিবর্তন করে মুহাম্মদ আব্দুল্লাহ নাম গ্রহন করেন।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪