ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১৫ হাজার ৭১৮ জন হাজি দেশে ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক :

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৫ হাজার ৭১৮ জন হাজি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৪টি, সৌদি এয়ারলাইন্সের ১৮টি, ফ্লাইনাসের ১১টি। বুধবার (৫ জুলাই) রাত পর্যন্ত ৪৩টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরে এসেছেন তারা।

 

হাজিদের জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আলাদা কাস্টমস জোন করা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরে প্রত্যেক হাজিকে ৫ লিটার জমজমের পানি সরবরাহ করা হচ্ছে।

এয়ারলাইনগুলো জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাজিরা ব্যক্তিগতভাবে নিজেদের সঙ্গে জমজমের পানি পরিবহন করতে পারবেন না। এয়ারলাইনের পক্ষ থেকে তা পরিবহন ও বিতরণ করা হবে। নিয়ম অনুযায়ী প্রতি হাজিকে ৫ লিটার করে জমজমের পানি দেশে বিমানবন্দরে সরবরাহ করা হচ্ছে।

এ বছর  হজ অনুষ্ঠিত হয় ২৭ জুন। সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ৮১ জন হজযাত্রী। এরমধ্যে  পুরুষ ৬৩ জন ও নারী  ১৮ জন। বাংলাদেশ থেকে এ বছর  ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে যান।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪