ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকায় নোয়াখালী বিএনপির ২০ নেতাকর্মী আটকের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা :

 

বিএনপির সমাবেশকে সামনে রেখে গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরী থেকে নোয়াখালী জেলা বিএনপির ২০ জন নেতাকর্মীকে আটকের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য জানান নোয়াখালী জেলা বিএনপির দপ্তর সম্পাদক ওমর ফারুক টফি।

 

জানা যায়, সরকার পতনের এক দফা দাবিতে ঢাকায় বিএনপির মহাসমাবেশ ২৮ অক্টোবর। এই সমাবেশকে সামনে রেখে ঢাকায় ঢোকার পথে তল্লাশিচৌকি বসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঢাকায় ঢোকার আগে গাড়ি থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া যে-সব স্থানে বিএনপির নেতাকর্মী থাকতে পারে সেসব স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হচ্ছে।

 

 

আটককৃতরা হলেন- কবিরহাট উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাহাবুদ্দিন মুরাদ, নোয়াখালী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক রাহাত, নরোত্তমপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর হোসেন রায়হান, কবিরহাট উপজেলা যুবদলের সাবেক সদস্য ফারুক হোসেন, ইমাম উদ্দিন, জিরতলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, জেলা ছাত্রদলের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোরশেদ আলম টিপু, জিরতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

 

 

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ওমর ফারুক টফি বলেন, ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ ২০ জন নেতাকর্মীকে আটক করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক। সরকার ভয় পেয়ে এসব করছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। দ্রুত তাদের মুক্তির দাবি জানাই।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪