ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চকরিয়ায় উত্তপ্ত রাজপথ!

স্টাফ রিপোর্টার,চকরিয়া :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন নিয়ে উত্তপ্ত চকরিয়ার রাজপথ। ২৬ নভেম্বর আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন নিশ্চিত করার পরে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তা ঘোষণা করেন।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মনোনয়ন দেয়া হয় সালাহউদ্দিন আহমদ (সিআইপি)কে। এনিয়ে বর্তমান এমপি জাফর আলমের সমর্থকদের মাঝে চাপা ক্ষোভ লক্ষ্য করা যায়।

গতকাল দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী ঘোষণা দেন যে, মনোনয়ন বঞ্চিতরা ইচ্ছা করলে স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন, এতে দলীয় কোন নিষেধাজ্ঞা রইল না।

উক্ত ঘোষণার প্রেক্তিতে এমপি জাফর আলমের সমর্থকেরা চকরিয়া থানা রাস্তার মাথায় সমাবেশের মাধ্যমে জাফর আলমকে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করে স্বাগত মিছিল করে। মিছিলটি চকরিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে।