ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় যুব নিশানের ফুটবল ফাইনালে মোহামেডান ও চন্দনাইশ উপজেলা

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের পটিয়া উপজেলার চক্রশালা যুব নিশান ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট -২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৫ জুলাই, শনিবার বিকেল সাড়ে ৩টায় চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় অংশ গ্রহণ করবে পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম চন্দনাইশ উপজেলা ফুটবল দল।

 

ঐতিহ্যবাহী যুব নিশান ক্লাবের সার্বিক সফলতায় খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন জাতীয় সংসদের হুইপ, চট্টগ্রাম-১০ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, বিশেষ অতিথি পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রূপক সেন চৌধুরীসহ অনেকে।

 

ক্লাবের সভাপতি ও সিজেকেএস’র নির্বাহী সদস্য প্রকৌশলী মোঃ জসিম উদ্দীন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করতে ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান ও ক্রীড়া সম্পাদক রাশেদুল ইসলাম সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪