ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকায় ভোট দেওয়ার আহবান

নিজস্ব প্রতিবেদক ,:

কক্সবাজারে আওয়ামী লীগের মনোনীত কক্সবাজার-৩, সদর, রামু ও ঈদগাঁও আসনে সাইমুম সরওয়ার কমলের নৌকা মার্কার সমর্থনে রামুতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

চাকমারকুল ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদারের নেতৃত্বে সাইমুম সরওয়ার কমল’র সমর্থনে পাড়া, মহল্লায় গণসংযোগ ও পোষ্টার এবং লিপলেট বিতরণ করে শ্রীমুরা, জারাইলতলি, বাইন্ন‍্যা পাড়া, বড়ুয়া পাড়া ও তেচ্ছিপুল ষ্টেশনে নৌকার প্রচার-প্রচারণা করেন নেতাকর্মীরা।

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় চাকমারকুল ইউনিয়নের শাহমদের পাড়া স্টেশনে গণসংযোগ পরবর্তী পথসভা মাস্টার এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য দেন রামু উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাকমারকুল ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার।

তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনার মনোনীত প্রার্থী সাইমুম সরওয়ার কমলকে নৌকা মার্কায় ভোট প্রদান করে পুনরায় নির্বাচিত করার আহবান জানান।

এসময় আওয়ামীলীগ নেতা মাহমুদুল হক, মোজাম্মেল হক, মোঃ শাহজাহান, রুবেল, গিয়াস উদ্দিন, সৈয়দ নুর, আমান উল্লাহ, নুরুল হক ও মোঃ আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট