ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা রাঙ্গামাটিতে

রাঙ্গামাটি প্রতিনিধি:

পাহাড়ি জেলা রাঙামাটিতে মুষলধারে বর্ষণ চলছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত ৩৩ ঘন্টায় রাঙামাটি জেলায় ১৫০ মিলিমিটারের অধিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের কারণে রাঙামাটির বিভিন্ন সড়কের ওপর মাটি ধস ও ঝুঁকিপূর্ণ এলাকায় পাহাড় ধসের আশঙ্কা তৈরি হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

জেলাপ্রশাসন ও সওজ জানিয়েছে, পাহাড় ও মাটি ধসের কোনো খবর পাওয়া গেলেও সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

রাঙামাটির পরিস্থিতি জানতে চাইলে বিকেলে জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের আশঙ্কা থাকলেও কোনো ধরণের ঘটনার ঘটেনি। সকালে আমি পুলিশ সুপার, ফায়ার সার্ভিস, স্কাউটসহ সংশ্লিষ্টদের নিয়ে বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করে এসেছি। আমরা ঝুঁকিতে থাকাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে বিকেল ৪টার মধ্যেই চলে আসার জন্য অনুরোধ জানিয়েছি। জেলাপ্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ঝুঁকিপূর্ণ এলাকার দিকে যাচ্ছেন।’

জেলাপ্রশাসক আরও বলেন, ‘আমরা জেলা শহরের আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রেখেছি। এছাড়া জেলাপ্রশাসনের কন্ট্রোল রুম খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রে আসাদের জন্য খাবারেরও ব্যবস্থা করা হবে। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে।’

বৃহস্পতিবার থেকে রাঙামাটিতে মুষলধারে বৃৃষ্টিপাতের কারণে জেলা শহরের বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ স্থানে পাহাড় ধসের আশঙ্কা তৈরি হওয়ায় ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী সকলকে নিকটবর্তী আশ্রকেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে জেলাপ্রশাসন। খোলা হয়েছে জেলাপ্রশাসকের কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ (কট্রোল রুম)। কন্ট্রোল রুমের নাম্বার: ০১৮২০-৩০৮৮৬৯, ০১৮৯৪-৯৫০১০৬।

সড়ক ও জনপথ (সওজ) রাঙামাটি বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) থেকে মাঝারি ও ভারী বর্ষণের ফলে রাঙামাটি জেলাতে পাহাড় ধসের আশঙ্কা তৈরি হয়েছে। বৃষ্টিপাতের কারণে সড়কের আশপাশের পাহাড় থেকে মাটি ধসে পড়ার আশঙ্কা থাকায় আমরা আমাদের জনবল ও যন্ত্রপাতি প্রস্তুত রেখেছি। যাতে করে কোনো ঘটনার পরই তড়িৎভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারি।’

এদিকে, রাঙামাটি আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার ক্য চিং নু মারমা বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৬টা আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাঙামাটিতে। আজ (শুক্রবার) সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৫৭ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’

প্রসঙ্গত, ২০১৭ সালে ১৩ জুন রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় ৫ সেনাসদস্যসহ ১২০ জনের প্রাণহানির ঘটনা ঘটে। সে বছর রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের একটি অংশ ধসে সপ্তাহব্যাপী সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছিল। দুই সপ্তাহের মতো বন্ধ ছিল খাগড়াছড়ি-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কে ভারী যানবাহন চলাচল।

২০১৮ সালে জেলায় নানিয়ারচরে ১২ জুন পাহাড় ধসে মারা যান আরও ১১ জন। এরপরের বছর জেলার কাপ্তাইয়ে মারা গেছেন তিন জন। যে কারণে বর্ষা মৌসুমে বৃষ্টিপাত হলেও রাঙামাটিতে পাহাড় ধসের আশঙ্কা তৈরি হয়ে থাকে।