ই-পেপার | বৃহস্পতিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মালয়েশিয়ায় পাহাড় ধসে নিহত হলেন বাঁশখালীর হেলাল

শিব্বির আহমদ রানা, বাঁশখালী:

সড়কের পাশে ড্রেনের কাজ করার সময় পাহাড় ধসে মাটি চাপায় মালয়েশিয়া প্রবাসী মো. হেলাল উদ্দিন (২৭) নামে বাংলাদেশি এক নির্মাণশ্রমিক মারা গেছেন। মালয়েশিয়া প্রবাসী তার সম্পর্কের চাচাতো ভাই মো. ইলিয়াছ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় হেলাল উদ্দিন নামে ওই প্রবাসী বাংলাদেশি তার কর্মস্থল মালয়েশিয়ার বেনথংয়ে ড্রেনের কাজ করার সময় পাহাড় ধসে মাটি চাপা পড়ে। পরে সেখান থেকে উদ্ধার করে তাকে স্থানীয় বেনথং হসপিটালে নিয়ে গেলে রাত ৮টা ৫০ মিনিটে মারা যান তিনি।

 

মো. হেলাল উদ্দিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের গুইল্যাখালীর ৭ নম্বর ওয়ার্ডের আইনা বাপের বাড়ির মৃত ছৈয়দুল হকের পুত্র।

 

হেলাল উদ্দিন দীর্ঘ ১০ বছর ধরে মালয়েশিয়ায় প্রবাস জীবনে নির্মাণশ্রমিকের কাজ করেন। প্রবাসে থাকাকালীন সে মা-বাবাকে হারান। গত ছয়মাস আগে সে দেশে এসে বিয়ে করেন। বিয়ের পর সর্বশেষ গত ৭ জুন পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য আবারও মালয়েশিয়ায় পাড়ি জমান।

 

পারিবারিক সূত্রে জানা যায়, হেলাল উদ্দিনের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। বাংলাদেশ থেকে বিভিন্ন কাগজপত্র পাঠানো হচ্ছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪