ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহেশখালির নতুন উপজেলা নির্বাহী অফিসার সম্রাট খীসা

মহেশখালি সংবাদদাতা:

কক্সবাজারের মহেশখালি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সম্রাট খীসা(১৭৬১৯)।

১০ জুলাই চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড.প্রকাশ কান্তি চৌধুরী ও সিনিয়র সহকারী কমিশনার (সংস্থাপন) এসএম হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তা নিশ্চিত করা হয়।

এর আগে তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেন।

মহেশখালি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিনের পরবর্তী নির্বাহী অফিসার হিসেবে সম্রাট খীসা দায়িত্ব পালন করবেন।

 

এইচ এম কাদের, সিএনএন বাংলা২৪