ই-পেপার | বৃহস্পতিবার , ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আল-ফয়েজ ইন্টারন্যাশনাল হিফ্জ মাদরাসার শুভ উদ্ধোধন ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

রিপোর্ট:-এইচ এম সালাহ উদ্দিন কাদের

টেকনাফ থানার অন্তরগত, টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের পূর্ব পাশে অবস্থিত অত্যাধুনিক বিভিন্ন সেবা সম্বলিত আধুনিক ও দ্বীনি শিক্ষার অপূর্ব সমন্বিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “আল-ফয়েজ ইন্টারন্যাশনাল হিফ্জ মাদরাসা টেকনাফ-এর শুভ উদ্ধোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ বুধবার আল-ফয়েজ ইন্টারন্যাশনাল হিফ্জ মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত শুভ উদ্ধোধন ও সবক প্রদান অনুষ্ঠান আল-ফয়েজ ইন্টারন্যাশনাল হিফ্জ মাদরাসা টেকনাফ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ শাকের বিন ফয়েজ এর সভাপতিত্বে ও টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সহকারি শিক্ষক মোহাম্মদ ইসহাক নজীব এর চঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে টেকনাফ উপজেলার শীর্ষ ওলামায়ে কেরাম সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, লেঙ্গুর বিল বড় মাদরাসার ছদরে মুহতামিম মাওলানা মুফতি ছিদ্দিকুল্লাহ,দারুল উলুম সাবরাং (বড় মাদরাসার) পরিচালক মাও: মুফতি নুর আহমদ,বিশিষ্ট রাজনীতিবিদ টেকনাফ পৌরসভার ভারপ্রাপ্ত সাবেক মেয়র,ইসমাঈল,আল- ফালাহ গার্লস হিফয মাদ্রাসার প্রিন্সিপাল,মাওলানা আরিফুল ইসলাম রাফি, টেকনাফ মিসবাহুল কোরআন মাদরাসার ,প্রিন্সিপাল,হাফেজ মাওলানা ইউসুফ জাফর ,টেকনাফ উম্মে হানি বালিকা মাদ্রাসার প্রিন্সিপাল,মাওলানা আব্দুর রহমান,সাবরাং দারুল উলুম বড় মাদ্রাসার শিক্ষক,হাফেজ মাওলানা আব্দুর রহমান।

এসময় অন্যনদের মধ্যে উপস্থিতি,বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতীব হা: মাও: আব্দুর রাজ্জাক, উলুমুন নুবুয়ার পরিচালক হা: মাও: সাঈদুল হাশিম, হা: মাও: মোহাম্মদ শফিক, খানকার ডেইল জামে মসজিদের ইমাম ও খতীব হা: মাও: শহিদুল হক।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টেকনাফ উপজেলার ছাত্র প্রতিনিধি আব্দুর রাহমান, জাহেদুল আলম আনাস,সাইফুল ইকবাল চৌধুরী।

আল-ফয়েজ ইন্টারন্যাশনাল হিফ্জ মাদরাসার সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ,গণমাধ্যাম কর্মীরা সহ এলাকার মান্যগণ্য সর্বস্তরের ব্যক্তিবর্গ।

 

উপস্থিত সকলে আল-ফয়েজ ইন্টারন্যাশনাল হিফ্জ মাদরাসার নিয়ম-পদ্ধতি ও কার্যক্রম দেখে সবাই আনন্দিত হন,সকলেই অত্র প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন।