ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামুর কচ্ছপিয়াতে হত্যকান্ডের ঘটনার দু’জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার :

কক্সবাজারের রামুতে নাজেম মওলা সাহেদ হত্যাকান্ডে জড়িত দু’জনকে ৪৮ ঘন্টা না পেরোতেই গ্রেফতার করেছে রামু থানা পুলিশ।

বুধবার মধ্যরাতে রামু উপজেলার কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন কচ্ছপিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কমলাপাড়া এলাকার কাদের মিস্ত্রির ছেলে আলাউদ্দিন ও একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে ওসমান।

 

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানিয়েছে রামু থানার ওসি মো. আবু তাহের দেওয়ান।

 

তিনি জানান, গত মঙ্গলবার রামুর কচ্ছপিয়া ইউনিয়নের বধুপাড়া ব্রিজের মাথায় গ্রেফতারকৃত ২ জনসহ ৩ জন ব্যক্তি অবস্থান করছিলেন।

 

এ সময় জনৈক ফেরদৌস প্রকাশ ফিরোর সঙ্গে তাদের ৩ জনের কথা-কাটাকাটি হয়। ফেরদৌস বিষয়টি সাহেদকে কল করে জানালে তাৎক্ষণিক সাহেদ ঘটনাস্থলে পৌঁছলে তার সঙ্গে কথা-কাটাকাটি লাগে। একপর্যায়ে তাদের ৩ জনের কাছে থাকা ধারালো ছুরি দিয়ে নাজেম মাওলা সাহেদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল নেয়ার পথে তিনি মারা যান।

 

ওসি জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিদের মোবাইলের লোকেশন ট্র্যাক করে ২ জনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অপর আসামি দেলোয়ার পলাতক রয়েছেন এবং তাকে গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।