ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

টেকনাফ শাহপরীর দ্বীপে সাইক্লোন শেল্টার নির্মান কাজ এগিয়ে চলছে

টেকনাফ প্রতিনিধি :

টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন কাম সাইক্লোন শেল্টার নির্মান কাজ ৬০ শতাংশ শেষ হয়েছে।

 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি ৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন করছেন। বাকী ৪০ শতাংশ কাজ চলতি বছরে শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

টেকনাফ উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ আলাউদ্দিন জানান, প্রকল্পের কাজ শেষ হলে দুর্যোগের সময় স্থানীয় জনগনের দুর্যোগকালীন আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। অতিরিক্ত ২০ শতাংশ শিক্ষার্থী লেখাপড়ার সুযোগ সৃষ্টি হবে।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪