ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদগাঁও পোকখালীতে সংরক্ষিত ওয়ার্ডে রোকসেনা জনপ্রিয়তার শীর্ষে

শওকত আলম, ককসবাজার:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার আসন্ন ইউপি নির্বাচনে পোকখালী ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মহিলা মেম্বার প্রার্থী রোকসেনা আক্তার।

 

জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে আস্থাভাজন হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন।

 

জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষদের। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।

 

স্থানীয় সাধারণ জনগণ বলেন, তিনি সকল বিপদে আপদে এগিয়ে আসছেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই।

 

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অবহেলিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে রোকসেনা আক্তারকে মহিলা মেম্বার হিসেবে দেখতে চাই।

 

রোকসেনা আক্তার বলেন, পোকখালী ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের জনসাধারণের সেবা করে যাচ্ছি। আমি যতদিন বেঁচে থাকব, এই সেবা করে যাব। কখনও পিছপা হবনা।

 

আমরা ছোট একটি ইউনিয়নে বসবাস করি। একে অপরকে চিনি। ভালো-মন্দ নিয়েই আমাদের এ ইউনিয়ন। সব পেশায়ই ভালো-মন্দ রয়েছে। তবে সবকিছুর মালিক আল্লাহ। তিনি বলেন, কেউ ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করলে তার ফলাফল সাধারণ জনসাধারণ মনে রাখেন।

 

১, ২ ও ৩নং ওয়ার্ডের এলাকার মুরব্বি, যুবসমাজ ও মহিলাদের মুখে রোকসেনা আক্তারের বিকল্প নেই। অনেকের দাবী, তিনি বিপুল ভোট পেয়ে নির্বাচিত হবেন। তিনি স্থানীয় সমাজ সেবক সাহেদুল ইসলামের সহধর্মিণী।