ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

জনগণই আমার আসল শক্তি-মুজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

নির্বাচন এলে অনেকেই অনেক ধরনের নাটকীয়তা দেখায়; স্বার্থের প্রয়োজনে কেউ কেউ চির দুশমনের সাথেও হাত মেলায়। এটি নীতিহীন মানুষদের কাজ বলে মন্তব্য করেছেন আসন্ন কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান।

 

সমর্থন দাতা নয়, জনগণই আমার আসল শক্তি সর্বত্র জয়জয়কার অবস্থা দেখে কে কাকে সমর্থন দিলো সেই খবরে একেবারেই বিচলিত নন বলে জানিয়ে দেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার সাবেক এই মেয়র।

 

সোমবার ২৯ এপ্রিল বিকেলে কক্সবাজার পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডের চৌধুরী পাড়া, এসএম পাড়া, বিজিবি ক্যাম্পে প্রচারণা শেষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

 

আনারস প্রতীকের পক্ষে জনগণ ব্যপক সাড়া দিচ্ছেন। নির্বাচিত হলে সদর উপজেলাকে দেশের সবচেয়ে আধুনিক উপজেলায় রূপান্তর করার অঙ্গিকারও ব্যক্ত করেন তিনি।

 

পরে তিনি ১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ঙ্করকারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন।