ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‏ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নাঈম মিয়া (২২) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জুন) দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাঈম ওই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। তিনি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

নিহতের প্রতিবেশী নূরুল হক জানান, ভারী বর্ষণের মধ্যে বাড়ির পাশে ‏‏ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যায় নাঈম। এলাকার অন্যদের সঙ্গে পানিতে ডুব দিয়ে মাছ ধরতে গেলে হঠাৎ বজ্রপাতে নাঈম আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪