নিজস্ব প্রতিবেদক :
রাখাইন সম্প্রদায়ের মো ছং পোওয়ে বা বর্ষা উৎসব সমুদ্র সৈকত কক্সবাজারে শুরু হয়েছে। ৬ সপ্তাহ ধরে প্রতি শুক্রবার সমুদ্র সৈকতের ঝাউবাগানে এ উৎসব অনুষ্ঠিত হবে । এতে বিভিন্ন দল গোলাকার হয়ে ঝাউবিথীর ছায়ায় বসেন তরুন তরুনীসহ নানা বয়সের রাখাইনরা।এসময় নিজেদের রান্না করা বৈচিত্রপূর্ণ খাবার গ্রহণ ও আলাপচারিতায় সময় পার করেন তারা।
তাদের এ খাবারের তালিকায় থাকে মুন্ডি, ব্যাংঙ, বাশ কুরুল, লইব্যা বা লম্বা সীম দিয়ে চিংড়ী রান্নাসহ হরেক রকম খাবারের সমাহার।দুপুরের খাবার শেষে সাগরের নোনা জলে স্নান শেষে বাড়ী ফিরে যায় উৎসবে আসা রাখাইনরা। ৩০ জুন তাদের এ বর্ষ া উৎসব অনুষ্ঠিত হয়।
রাখাইনরা জানিয়েছেন, প্রতি বছর বর্ষা মৌসুমে বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাবাস শুরুর আগ পর্যন্ত অনুষ্ঠিত হয়ে থাকে এ উৎসব। বার্মিজ বর্ষপঞ্জিকা অনুযায়ী যা শুরু হবে আরো ৬ সপ্তাহ পর। এই ৬ সপ্তাহের প্রতি শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চলবে এই বর্ষা উৎসব।
নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪