ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যসহ নিহত ৩

মোঃ আবদুল রহিম জয় চৌধুরী, ফেনী :

 

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়ার নিজকুঞ্জরা এলাকায় একটি সিএনজি অটোরিক্সায় বাসের ধাক্কায় সাবেক এক সেনা সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই সিএনজি অটোরিক্সার আরোহী।

নিহতরা হলেন– সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু তাহের (৫৯) ও তাঁর স্ত্রী সালমা আক্তার (৪৮)। নিহত আরেক জনের পরিচয় মেলেনি। এ ঘটনায় গুরুতর আহত সিএনজি অটোরিকশাচালক মনা মিয়াকে (৩০) চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে।

আবু তাহেরের ভাই, ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাদেক হোসেন জানান, তাঁর ভাই স্ত্রীসহ চট্টগ্রামের মিরসরাইয়ের বাংলাবাজারে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তারা নিহত হন।

সাদেক হোসেন আরও বলেন, বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি গাড়ি সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়। ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. নুরুল হোসেন সুজন বলেন, ‘তিন ব্যক্তিকে মৃত অবস্থায় আনা হয়েছে। তাদের মাথায় মারাত্মক জখম ছিল।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট