ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে চেয়ারম্যান পদে তোফায়েল ভাইস চেয়ারম্যান পদে কামাল ও রুনা নির্বাচিত

মোঃ জয়নাল আবেদীন টুক্কু:

নাইক্ষ্যংছড়িতে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।

এতে বেসরকারি ভাবে নির্বাচিত হন দুই’বারের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ। তিনি মোটর সাইকেল প্রতীক নিয়ে ১৫১৯৭ ভোট পান।

তার নিকটতম প্রতিদন্ধি বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ আনারস প্রতীকে পান ১১৪৩২ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোঃ কামাল উদ্দিন চশমা প্রতীকে ১৪৪৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন।নিকটতম প্রতিদন্ধি শাহ জাহান কবির টিয়া পাখি প্রতীক নিয়ে পান ১১০৮৭ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলালীগের সভাপতি, সাংবাদিক সানজিদা আক্তার রুনা কলস প্রতীকে ১০৬১৯ ভোট পেয়ে নির্বাচিত হন।নিকটতম প্রতিদন্ধি সাবেক ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী পদ্মফুল প্রতীকে পান ৯২৯৫ ভোট।

 

মঙ্গলবার (২১মে ) সকাল ৮ টা থেকে উপজেলার ৫ ইউনিয়নের ২৬ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪ টায় শেষ হয়। এর পর গণনা শুরু হয়। গণনা শেষে সন্ধ্যার পর বান্দরবান জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ থেকে বেসরকারী ভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন ইউএনও মোঃ জাকারিয়া।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সালাউদ্দিন আল আজাদ। প্রসঙ্গত:উপজেলার ভোটার সংখ্যা ছিল নারী-পুরুষ মিলে ৪৫২৭৯ জন।ভোটাধিকার প্রয়োগ করেন।গড় ৫৫ শতাংশ।