ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শত্রুতামিতে ব্যর্থ হয়ে টেকনাফের জাদিমুড়ায় ১টি গরুকে ছুরিকাঘাত করে হত্যা।

মোঃ আলমগীর আকাশ,টেকনাফ:

টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির জাদিমুড়ায় গরু শত্রুতামীতে ব্যর্থ হয়ে ১টি গাভী গরুকে ছুরিকাঘাতে হত্যা করেছে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী জহির আহমেদ এর ছেলে ফরিদ আলম ও জাফর আলম। ওই সময় গরুর মালিক ফাতেমা খাতুন তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও দাওয়া করে সন্ত্রাসীরা।

বুধবার (৮ এপ্রিল) সন্ধা ৬ টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ব্রিটিশ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সন্ধা থেকে শত শত মানুষ গরুটিকে দেখার জন্য ওই বাড়িতে ভিড় করছে।

ভুক্তভোগী পরিবার জানান, তাদের একমাত্র উপার্জনের সম্ভল ছিল গরুটি। বৃহস্পতিবার সন্ধার দিকে মুখোশ পরিহিত একদল সন্ত্রাসী বাহিনী তাদের বাড়ির সামনে এসে তাদের হামলা করার চেষ্টায় ব্যর্থ হয়ে তাদের পালিত অন্তঃসত্ত্বা গাভী গুরুকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এবিষয়ে ভুক্তভোগী পরিবার টেকনাফ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এই ঘটনা পুলিশি তদন্ত চলমান রয়েছে।