ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ‍্যংছড়ি সীমান্তের ওপারে ফের ঘন্টা ব্যাপী গোলাগুলির শব্দে এপারে আতঙ্কে মানুষ

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ‍্যংছড়ি:

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি-মিয়ানমার সীমান্তে ১০দিন বন্ধ থেকে শুক্রবার ৩ মে সকাল ১০ টা থেকে ১১ টা পযর্ন্ত নাইক্ষ‍্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জামছড়ি এলাকার ৪৬/৪৭ নং সীমান্ত পিলার এলাকা দিয়ে মিয়ানমারের সামান্য ভিতর থেকে শতাধিক রাউন্ড গোলাগুলির আওয়াজ বাংলাদেশের অভ‍্যন্তরের জামছড়ি এলাকায় এসেছে বলে সীমান্তের কাছে বসবাসরত অনেকেই জানান।

 

একটি সূত্রে জানা গেছে,মিয়ানমারের অভ‍্যন্তরে কাউয়ার বিলে নামক জায়গাতে অবস্থিত জান্তা সরকারের নিয়ন্ত্রণাধীন একটি বিজিপি ক‍্যাম্প শুক্রবার ভোরে তুমুল যুদ্ধের মাধ্যমে দখলে নেন সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরকান আর্মির যুদ্ধারা।

 

ফলে পিছু হটে বিজিপির অনেক সদস্যরা প্রাণ রক্ষাই তাদের মধ্যে কিছু সদস্য বাংলাদেশের ভিতরে আশ্রয় নেওয়ার চেষ্টা করার আশঙ্কা প্রকাশ করেন ওই সূত্রটি। জামছড়ি এলাকার রহমান মাঝির ধারণা,তাদের সীমান্ত এলাকার মিয়ানমারের ভিতর থেকে গত কয়েকদিন ধরে কোন প্রকার গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ আসা বন্ধ ছিল।গত ২৩ এপ্রিল থেকে ২মে পযর্ন্ত কোন গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ আসেনি।

 

মাঝখানে নতুন করে আবার গোলাগুলির শব্দ আসায় কিছুটা আতংকিত হয়ে পড়েছেন সীমান্তবাসী। উল্লেখ্য সম্প্রতি ৪৬/৪৭ সীমান্ত পিলার এলাকার মাঝামাঝি জায়গা দিয়ে মিয়ানমার বিজিপি এবং সেনাবাহিনীর ২৭৮ জন সদস্য প্রাণ রক্ষার্থে বাংলাদেশের ভিতরে এসে আশ্রয় নেন পরবর্তীতে তাদেরকে মিয়ানমারের ফেরত পাঠানো হয় নিয়ম প্রক্রিয়ার মাধ্যমে।