ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নওগাঁয় বাজুসের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:

নওগাঁ: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নওগাঁ জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (০৩ মে) দুপুরে নওগাঁ শহরের সোনাপট্টিতে নওগাঁ বাজুসের নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

বাজুসের নওগাঁ জেলা কমিটির সভাপতি এস এম রেজাউল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জয়নাল আবেদীন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক উত্তম ঘোষ ও বাজুস কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য আলী হোসেন।

 

এ ছাড়া বাজুসের নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম রাজু, সাবেক সভাপতি তৌফিকুল ইসলাম বাবুসহ বাজুসের নওগাঁ জেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জয়নাল আবেদীন খোকন বলেন, সারা দেশের জুয়েলারি ব্যবসায়ীদের এক ছাতার নিচে আনতে চায় কেন্দ্রীয় কমিটি। সেই লক্ষ্যে কাজ করছি আমরা। বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর চান ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে। এক্ষেত্রে ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।

 

তিনি আরও বলেন, শিগগিরই কেন্দ্রীয় কমিটির ফরম্যাটে পরিবর্তন আসছে। শাখা কমিটিগুলোও সেভাবে সাজানো হবে।