ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে অধ্যাপক হারুন ও দিদারের লড়াই

আবদুল হাকিম রানা,পটিয়া :

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ৩ চেয়ারম্যান পদ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় নাটকীয় মোড় নিয়েছে এবারের নির্বাচন।

 

ঘোষিত তফসিল অনুযায়ী রবিবার (১২ মে) ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এ দিন চেয়ারম্যান পদে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, উপজেলা কৃষক লীগের আহবায়ক সৈয়দ নুরুল আবছার প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।

 

জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণার পর এ উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে ৫ মে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে সব প্রার্থীর প্রার্থিতা বৈধতা পায়। বৈধ প্রার্থীর ৫ জনই সরকার দলীয় আওয়ামী লীগের। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট ২৯ মে স্বচ্ছ ব্যালটের মাধ্যমে।

 

রবিবার (১২ মে) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে উপজেলা থেকে সর্বশেষ চূড়ান্ত প্রার্থীর তালিকায় রয়েছেন ২ জন। এরা হলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুই বারের সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কঅমকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, রবিবার চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচনের মাঠে রয়েছে আর ২ জন প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে ৮জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন রয়েছে তারা কেউ প্রত্যাহার করেনি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ইতোমধ্যে নির্বাচন কমিশন সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি গ্রহন করেছ বলে তিনি জানান।এদিকে গতকাল আলাপকালে অধ্যাপক হারুনুর রশীদ বলেন,আমি দীর্ঘদিন মেয়র ছিলাম, বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পটিয়া আবাহনী ক্রীড়া চক্র সহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থেকে সাধারণ মানুষের পাশে আছি। আমি আশাবাদী জনগন সুযোগ পেলে আমাকেই নির্বাচিত করবেন।

 

দিদারুল আলম বলেন, আমি পটিয়ার সন্তান হিসেবে নির্বাচন করছি।আশাকরি সুষ্ঠু ভোট হলে আমি বিজয়ী হতে পারবো। উল্লেখ্য, এবারের উপজেলা নির্বাচনে ১২৮ টি কেন্দ্রে পটিয়ার ৩ লাখ ৩৪ হাজার ৫৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৫ হাজার ৭৩৮ জন, নারী ভোটার ১ লাখ ৫৮ হাজার ৮০৬ জন।